Posts

Showing posts from August, 2017

নজরুলের ৪১ তম প্রয়াণ দিবস

Image
জামুরিয়া: কাজী নজরুল ইসলামের ৪১ তম প্রয়াণ দিবস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যলয় ও নজরুল একাডেমির যৌথ উদ্যোগে কবির মঙ্গলবার জন্মস্থান চুরুলিয়ায় শ্রদ্ধা জানানো হয়।কবির সমাধিক্ষেত্রে ফুল দিয়ে শ্রদ্ধা  জানান অতিথিরা।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী,ডেপুটি রেজিস্টার শ্রীকান্ত রায় চৌধুরী, নজরুল একাডেমির সভাপতি  প্রশান্ত দে সরকার,একাডেমির ভারপাপ্ত সম্পাদক সুপ্রিয় কাজী সহ অনেকেই উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যলয় এর ছাত্র ছাত্রী রাও এই অনুষ্ঠানে যোগ দেয়।সেখানে নজরুলের গান ও আবৃতি পরিবেশিত হয়।অন্য দিকে আসানসোলের আশ্রম মোড়ে  নজরুল মূর্তি তে এদিন মাল্য দান করেন কর্পোরেশন এর প্রতিনিধি রবিউল ইসলাম সহ আরো কয়েক জন।কবির প্রতিকিতে মালা ও ফুল দিয়ে সন্মান জানান তারা।তবে ওই জায়গায় পারথেনিয়াম গাছ ও জঙ্গল পরিষ্কার করলে ভালো হতো বলে মনে করেন সাধারণ নাজরুলপ্রেমীরা।যদিও ওখানে দাঁড়িয়ে রবিউল ইসলাম আশ্বাস দেন ওইদিনই জঙ্গল পরিষ্কারর করে দেয়া হবে।।ইউনিভার্সিটি এর ছাত্র ছাত্ররি রা কবির প্রতিকিতে ফুল-মালা দিয়ে এবং কবির স্মরণে বক্তব্য রেখে একটা ছোট অনুষ্ঠানও করেন। Source-Ei samay 

কেন্দায় কয়লা চুরির নালিশ খনি বাঁচাতে টহল কর্মীদের

Image
পরিত্যক্ত খনির আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে লাগোয়া বৈধ খনি। পরিত্যক্ত খনিটি বালি দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু তার পরেই সেখানে কয়লা চোরেরা সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। ফের আগুন লেগে যাতে বৈধ খনিটি বিপজ্জনক হয়ে না ওঠে, সে জন্য জামুড়িয়ার নিউকেন্দায় পরিত্যক্ত খনিতে চুরি রুখতে পাহারা দিতে শুরু করেছেন খনিকর্মী ও তাঁদের পরিবারের সদস্যেরা। মাসখানেক আগে ইসিএলের কেন্দা এরিয়ায় পরিত্যক্ত ওয়েস্ট কেন্দা খনিতে আগুন লাগে। তা লাগোয়া নিউকেন্দা কোলিয়ারির ৪ নম্বর খনিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ইসিএল সূত্রে জানা গিয়েছে, ডিরেক্টর জেনারেল অব মাইনস সেফটি (ডিজিএমএস)-এর নির্দেশে কর্মীদের নিরাপত্তার কারণে খনিটি বন্ধ করে দেওয়া হয়। পরিত্যক্ত খনির আগুন নেভাতে মাটি ভরাট করা হয়। কিন্তু মাস ঘুরতেই পরিত্যক্ত খনিটিতে কয়লা চোরেরা অবৈধ খনন শুরু করেছে বলে অভিযোগ। তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বন্ধ ৪ নম্বর খনির কর্মীরা। তাঁদের দাবি, ওই পরিত্যক্ত খনির সঙ্গে চালু খনির কয়লাস্তরের যোগ রয়েছে। তাই পরিত্যক্ত খনির আগুন ছড়িয়ে যেতে পারে এই খনিতেও। তাতে বড় দুর্ঘটনার আশঙ্কা আছে। বছর তিনেক আগে একই কারণে কোলিয়ারির ৩ নম্বর

ব্লু-হোয়েল গেম নিয়ে সতর্কতা জারি।লিংক সরিয়ে ফেলার নির্দেশ কেন্দ্রের

Image
অনলাইন গেম ব্লু-হোয়েল চ্যালেঞ্জ খেলতে গিয়ে আত্মহত্যা করে ভারতের বেশকয়েকটি শহরের স্কুল ছাত্র।ওয়েস্টবেঙ্গল ও এই গেমের খপ্পর থেকে রেহাই পাইনি।পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের এক ছেলে এই গেম খেলতে গিয়ে আত্মহত্যা করেছে।তাই গুগল,ফেসবুক,হোয়াটআপ সহ সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে এই গেমের লিংক সরিয়ে ফেলার নির্দেশ দিলো কেন্দ্র সরকার।তথ্যপ্রযুক্তি মন্ত্রকের থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট জায়ান্টএর কাছে এই গেমের লিংক সরানোর চিঠি পাঠানো হয়।এই গেমের নামে অন্য গেম থাকলে সেটাও সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। ব্লু হোয়েল একটা মারণ গেম যেটা তে 50 দিনের টাস্ক দেওয়া হয় যাতে প্রথম দিকে উচু জায়গায় গিয়ে বসা,কারোর সাথে কথা না বলা,হাতে ব্লেড বা ধারালো কিছু দিয়ে দাগ কাটা,ইত্যাদি এইভাবে এমন ভাবে মগজধোলাই করা হয় যাতে শিকার গেম খেলা বন্ধ করতে পারে না 50 তম দিন পর্যন্ত এবং 50 তম দিনে আত্মহত্যা করতে বলা হয়।এই গমের স্রষ্টা philipp Budeikin কে সম্প্ৰতি গ্রেপ্তার করা হয়েছে। তবে এই গেম তা কিভাবে খেলা হয় সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।কিছু জন বলছেন প্লে স্টোরে ইনস্টল এর মাধ্যমে,কিছু জন বলছেন ইনস্ট্রাগ্রামে বা ফেইসবুক এর