Posts

Showing posts from October, 2017

ধর্মীয় লাউড স্পিকারে যোগীর মন্তব্য

Image
উত্তর প্রদেশের যোগী অদিত্যনাথ সরকার ধর্মীয় স্থানগুলিতে লাউডস স্পিকারের ব্যবহারে কঠোর আইন চালু হতে পারে।এই সম্পর্কে রাজ্য সরকার ইলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের এর সামনে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। আগে হাইকোর্টের লখনৌ বেঞ্চের সামনে ধর্মীয় স্থানগুলোতে লাউডস স্পিকারের বন্ধ ব্যবহার করা হয়েছে । হাইকোর্ট আগে শুনানির সময় আদালতের মাধ্যমে রাজ্য সরকার এই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে ।এর পরে আজ হজযাত্রী শুনানির সময় রাজ্য সরকারের কাছে আদালতের আইন সম্পর্কে তথ্য জানানো হয়েছে। এখন এই মামলার পরবর্তী শুনানির 13 নভেম্বর আগেকার গায়ক সোনু নিগম কর্পোরেশনে লাউডস স্পিকার সম্পর্কে বিতর্কে দাঁড়িয়েছিল তিনি একটি টুইট এ বলেছিলেন, 'ঈশ্বর সব এর ভালো করুন। আমি মুজাহিদ নই, আবারও আমাকে আজান এর শব্দ থেকে রবিবার উঠতে হয়।ভারতবর্ষে 'জবরদস্তির ধার্মিকতা' কখন শেষ হবে?

অযোধ্যা বিবাদ: রামমন্দির বিতর্কে নতুন জল্পনা।অবশ্যই জানতে পড়ুন...

Image
ডেস্ক: ইউপি শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভী মঙ্গলবারে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে দেখা করেন।ওইদিন রিজভী বলেন অযোধ্যা বিবাদ খুব শীঘ্রই সমাধান হবে।রামের নামে কোনো বিবাদ হওয়া উচিত নয়।শ্রী শ্রী রবিশঙ্কর আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই বিবাদ মিটানোর কথা বলেছিলেন।রিজভী বলেন পুরো দেশ শ্রী শ্রী রবিশঙ্করের সন্মান করেন এবং আমি আশা করছি এই বিবাদ মিটে যাবে।তিনি বলেন যে এই বিবাদ এর সমাধান আলোচনা শুধু মাত্র সেই সমস্ত লোকের মধ্যে হওয়া উচিত যারা এটার সমাধান চায় ।রিজভী এটাও বলেন যে আমরা ওই সব মৌলবীদের কথা মানিনা যারা এই বিবাদ বাড়াচ্ছে।তাদের জন্য আইন আছে।এর আগে ২৪ এ অক্টোবর, আধ্যাত্বিক গুরু রামমন্দির বিবাদ কে নিয়ে বলেন যে এখন সময় পরিবর্তন হয়েছে ও মানুষ শান্তি চায়।তিন সংবাদসংস্থা এএনআই এর সাথে কথোপকথনে জানান যে এখন সময় বদলে গেছে।এখন একটা মঞ্চের প্রয়োজন যেখানে উভয় সম্প্রদায়ের লোক তাদের নিজেদের কথা রাখতে পারে।।তিনি আরো বলেন যে ২০০৩-২০০৪ সালে এর প্রচেষ্টা করা হয়েছিল,কিন্ত বর্তমান পরিস্থিতি আরো ইতিবাচক হবে।আমি আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করবো যার মধ্যে কোনো রাজনীতি থাকবে না।বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সদস্য হা

ভারতকে পরাস্ত করার জন্য চীনের কয়েকটি ভয়ানক পরিকল্পনা , জানলে রেগে লাল...

Image
ডেস্ক: ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে বহু বছর ধরে।একদিকে ভারত তার প্রতিবেশী দেশগুলি থেকে শান্তি চায় অন্য দিকে চীন ভারত কে দুর্বল করতে চায়।চীন ভারতকে চাপে ফেলার জন্য একসঙ্গে অনেকগুলো পরিকল্পনা উপর কাজ করছে বলে জানা গিয়েছেন।চীনের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করে জিনপিং বলেন সেনাবাহিনীকে যুদ্ধ জয়লাভের দিকে নজর দিতে হবে।ভারত ও বাংলাদেশ সীমান্তে তিব্বতের বাসিন্দাদের তিনি বলেন তাঁরা যেন চীনের ভূখণ্ড রক্ষা করার জন্য তৈরী থাকেন।শোনাযাচ্ছে যে চীন ভারতকে চাপে ফেলতে ব্রহ্মপুত্র নদ এর উপর একটা ভয়ানক পরিকল্পনার ছক কষছে।পরিকল্পনা অনুযায়ী চিন ১০০০ কিমি এর একটা টানেল তৈরী করতে চলেছে যার মাধ্যমে তিব্বত থেকে আসা ব্রহ্মপুত্রের গতিপথ বদলে ফেলার চিন্তাভাবনা করছে চীন।ব্রহ্মপুত্র নদ তিব্বত থেকে  ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে এসে বঙ্গোপসাগরে পড়ে।চিন সুড়ঙ্গ তৈরির মাধ্যমে ওই নদকে জিনজিয়াং প্রদেশের দিকে চালনা করবে বলে জানাগিয়েছে।এর প্রভাব ভারত বাংলাদেশ দুটি দেশেই পড়বে।কিন্তু বর্তমানে এই পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।অন্যদিকে চিন ভারতের এলাকা দখল করার জন্য চীনের মেষপালকের অরুণাচল প্রদেশে পাঠিয়ে সেটা নিজেদের জায়গা

যোগীর রাজ্যে হচ্ছে রং পরিবর্তন।

Image
ডেস্ক: উত্তরপ্রদেশে সরকার পরিবর্তনের পর থেকেই গেরুয়া রঙের প্রভাব যেভাবে মানুষের উপর পড়েছে,তা সবাই জানে।এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এবং উনার মন্ত্রীমন্ডলকে গেরুয়া বস্ত্রে দেখা যেত।কিন্তু এবার থেকে যোগিজির অফিসও গেরুয়া রঙে রঞ্জিত হবে বলে জানা গিয়েছে।রঙের কাজকর্ম শুরু হয়েগেছে।লখনৌ এর লাল বাহাদুর ভবনে গেরুয়া রং করা শুরু হয়ে গিয়েছে।এই বিল্ডিংএর রং আগে ছিল সাদা বর্তমানে তা গেরুয়া রং করা হচ্ছে এবং বিল্ডিংএর দেওয়াল লাল রঙের করা হচ্ছে।কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকার বেশ কয়েকটি বাসেও গেরুয়া রং দিয়েছে।উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা মেজিস্ট্রেট এর অফিসএ গেরুয়া রং করা হয়েছে।মুখ্যমন্ত্রীর বসার চেয়ার এর উপর গেরুয়া বস্ত্র বিছানো থাকে।এমনকি জানা গিয়েছে উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের বিছানার চাদরও গেরুয়া রঙের করা হয়েছে।কিন্তু এরকম ভাবে নিজের দলের রঙের ব্যবহার এই প্রথম নয়,এর আগে আখিলেশের শাসনকালে সমস্ত কাজ সবুজ রঙে এবং মায়াবতীর শাসনকালে নীল রং এর ব্যবহার হয়েছে।

বিশ্বের দরবারে নতুন আবিষ্কার-অষ্টতম মহাদেশ,পড়ুন চাঞ্চল্যকর তথ্য।

Image
পৃথিবীতে আজকেও এমন জায়গা আছে যেগুলোর নাম ভূগোলের ম্যাপে এখনও লেখা হয়নি কিন্তু বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষেরা এবং বিজ্ঞানীরা বার বার নতুন জায়গার অস্থিত বিশ্বের কাছে তুলে ধরেছেন।কিন্তু এবার যে ক্ষেত্রের খোঁজ পাওয়া গেছে তা পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো।এখনো পর্যন্ত আমরা জেনে এসেছি পৃথিবীতে ৭ টি মহাদেশ বর্তমান।কিন্তু এবার আপনার ধারণা বদলাতে চলেছে কারণ বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে এক নতুন মহাদেশের খোঁজ পেয়েছেন যার নাম দেওয়া হয়েছে জিলান্ডিয়া মহাদেশ। এই মহাদেশের বেশিরভাগ অংশ জলের নিচে থাকলেও মহাদেশ হবার জন্য সমস্ত বৈশিষ্ট এই মহাদেশে বর্তমান।আপনাদের জানিয়ে রাখি,একটা মহাদেশ হবার জন্য ওই মহাদেশে তিন ধরণের শিলা(আগ্নেয় শিলা,পাললিক শিলা,রূপান্তরিত শিলা) বর্তমান থাকতে হবে,সামুদ্রিকপৃষ্ঠ থেকে উঁচু হতে হবে এবং ক্ষেতের আয়তন বিশালাকার হতে হবে। এই মহাদেশের মধ্যে প্রায় সব বৈশিষ্ট বর্তমান।মহাদেশেটির ৯৪ শতাংশ এলাকা সমুদ্রের নিচে অবস্থিত।এই মহাদেশের চারিপাশে প্রচুর পরিমানে জীবাশ্ম ও খনিজ দ্রব থাকার সম্ভাবনা রয়েছে।এই মহাদেশটি প্রায় ভারতীয় উপমহাদেশের আয়তনের সমান বলে জানা গিয়েছে।প্রায় ৫ মিলিয়ন বর্গ কিমি জুড়ে রয়েছে

কামাখ্যা মন্দিরের রহস্য-জানলে অবাক হবেন।

Image
কামাখ্যা: কামাখ্যা এমন একটা মন্দির যেখানে যোনির উপাসনা করা হয়।আসামের নিলাঞ্চল পাহাড়ের কাছে গুহাটি রেলস্টেশন থেকে ১০ কিমি দূরে এই মন্দির অবস্থিত যেখানে ৫১ শক্তিপীঠের মধ্যে একটা।আপনাদের জানিয়ে রাখি, এটা সবচেয়ে পুরানো শক্তিপীঠ এবং এখানে সতীমা এর যোনি কামাখ্যাতে পড়েছিল যার জন্য এখানে যোনি পুজো করা হয়।ধর্মপুরানে এর অনুসারে বিষ্ণু দেবতা মা সীতার প্রতি ভগবান শিবের মোহ ভঙ্গ করার জন্য দেবীর ৫১টুকরো করেছিলেন তারই মধ্যে যোনি ভাগ এখানে পড়েছিল। কামাখ্যা মন্দিরের কাছে প্রত্যেক বছর একটা মেলার আয়োজন করা হয় যেটা টেক্সটাইল মেলা বলা হয়। মন্দিরের মাঝখানে যোনির আকারের কুন্ড জায়গা আছে যেখান থেকে সবসময় জল বয়ে যায়।এই মন্দিরের ভেতরে বিশেষত্ব হলো এখানে দেবী বা সতী মায়ের কোনো মূর্তি নেই।প্রতি বছর জুন মাসে এখানে অনেক সন্ন্যাসীরা আসেন এবং পুজো করেন।কামাখ্যা কে সমস্ত সৃষ্টির নির্মাণকেন্দ্র বলা হয় কারণ মায়ের যোনি থেকেই সবার জন্ম।অম্বুবাচি মেলার সময় কামাখ্যা মন্দিরের কাছে থাকা ব্রহ্মপুত্র নদীর জল বছরের তিনদিন লাল হয়ে যায় এটার কারণ কামাখ্যা দেবীর মাসিক ধর্ম।এই তিন দিন দেবীর রজঃস্বলা হন তাই মন্দির প্রবেশ নিষিদ্ধ থাকে এ

শিবের প্রার্থনা না নামাজ? কি হবে ভবিষ্যতে তাজমহলে!

Image
আগ্রা: তাজমহলকে এক বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নিয়ে বলে অভিযোগ তুলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতির সচিব ড. বালমুকুন্দ পাণ্ডে ।শুক্রবার ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাত্‍কারে বলেছেন, 'তাজ হল একটি জাতীয় ঐতিহ্য। কেন সেটিকে মুসলিমদের ধর্মীয় ক্ষেত্র হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হবে? আগ্রার তাজমহলে নমাজ পাঠের অনুমোদন প্রত্যাহার করে নেওয়া উচিত।' বিতর্ক আরও উসকে দিতে তিনি বলেছেন, তাজমহলে নমাজ পড়া হলে, শিবের পুজোও করতে দিতে হবে। পাণ্ডের দাবি, 'এমন অনেক প্রমাণ রয়েছে যে তাজমহল একটা শিবমন্দির ছিল। আর এটি তৈরি করেছিলেন এক হিন্দু রাজা। তাজ মোটেই ভালোবাসার প্রতীক নয়। সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুর চার মাসের মধ্যেই ফের বিয়ে করেছিলেন। আমরা সমস্ত তথ্য-প্রমাণ জোগার করছি। খুব শিগগিরই সব জড়ো করতে পারব।' কয়েকদিন আগেই হিন্দু যুব বাহিনীর সমর্থকরা তাজের ভেতরে দাঁড়িয়ে শিব চালিসা পড়তে গেলে তাঁদের বাধা দিয়ে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। হিন্দু বাহিনীর সমর্থকদের দাবি ছিল, তাজ সমাধিক্ষেত্রে পরিণত হওয়ার আগে শিব মন্দিরই ছি

ধর্মীয় বক্তৃতার মাধ্যমে সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়ায় চার্জশিট জমা জাকির নায়েকের বিরুদ্ধে

Image
জাতীয় তদন্তকারী সংস্থা জাকির নায়েক এর বিরুদ্ধে আদালতে চার্জসিট জমা দিয়েছে।আদালতের মতে ইছাকৃতভাবে অন্য ধর্মকে অপমান করেছেন এবং সন্ত্রাসবাদ কে উসকেছেন তিনি। বৃহস্পতিবার মুম্বাইয়ের আদালতে জমা দেওয়া চার্জসিটে সন্ত্রাসবাদ কাজে তরুণদের উদ্বুদ্ধ করা এবং একই সঙ্গে অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছে জাকির নাইক এর বিরুদ্ধে।জাকির নাইক কে পলাতক হিসেবে ঘোষণা করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। কাশ্মীরের হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিও নিজেকে জাকির নায়েকের অনুগামী বলে জানিয়েছিল৷ সেনা অভিযানে খতম করা হয় বুরহানকে৷ এনএইএ জানিয়েছে শুধু উত্তেজিত ভাষণ নয়, জাকির নায়েক সংস্থার মাধ্যমে দিয়ে বহু যুবক  ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে জড়িয়েছে ৷ আইনের হাত থেকে বাঁচতে ২০১৬ সালে ভারত থেকে পলাতক জাকির নায়েক।বাংলাদেশের এক বেকারিতে হওয়া সন্ত্রাসবাদী হামলা তেও জাকির নায়েক এর নাম জড়িয়েছে।

বাংলার হয়ে ফুটবল মাঠে খেলবে আসানসোলের পাঁচ কন্যা

Image
পশ্চিম বর্ধমান: মনিপুরে অনুষ্ঠেয় মহিলাদের জাতীয় সাব-জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় বাংলা দলে খেলার ডাক পেল আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়নপুর এলাকার পাঁচ স্কুল ছাত্রী।সুযোগ পাওয়া রুপালি বাউরি,পূজা মুর্মু,সুপ্রিয়া হাঁসদা,অদ্রিজা সরখেল ও মোনালিসা মারান্ডিরা রয়্যাল বেঙ্গল চ্যালেঞ্জআর বা রূপনারায়ানপুর মানবহাল এমআরবিসি ক্লাবের সদস্য।সালানপুরের বিডিও তপন সরকার বলেন, 'এটা আমাদের ব্লকের গর্ব।'ছাত্রীরা রাজ্য দলে সুযোগ পাওয়ায় খুব খুশি তাদের কোচ সঞ্জীব বাউড়ি।তিনি বলেন,হিন্দুস্তান ক্যাবলস মাঠে এদের নিয়ে নিয়মিত কোচিং করি।কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় মাঠের ঠিকমতো রক্ষনাবেক্ষন হচ্ছে না।এর আগে আমরা এদের নিয়ে মহকুমা,জেলা পর্যায়ে খেলে জাতীয় চ্যাম্পিয়ান হয়েছি।সুব্রত কাপেও ওরা খেলেছে।তবে এবারের আনন্দটাই আলাদা।বেলঘরিয়া তে টীম নির্বাচন হয়েছে।সেখানেই মেয়েরা ট্রায়াল দিয়েছে।ওরা সুযোগ পাওয়ায় আমি খুব খুশি।বাংলার হয়ে যারা খেলবে তারা পাঁচজনেই রূপনারায়নপুরের।'তবে শুধু অংশ পাওয়ায় নয়,বাংলা দলের অধিনায়কও রূপনারায়নপুরের রুপালি।এছাড়া গোলকিপার অদ্রিজা এখানকারই।ফলে স্বভাবতই আনন্দ আরো বেশি।অনূর্ধ্ব ১৪ মহিলাদে

সুষমা স্বরাজের কাছে আবারও উপকৃত হলেন এক দম্পতি জানুন....

Image
ভারতের সরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার উত্তর প্রদেশের একটি রাজ্য থেকে একটি বিস্তারিত প্রতিবেদনন চেয়েছে ।সুইজারল্যান্ডের লাউসের কাছ থেকে আসা দম্পতি রোববার ফতেহপুর সিক্রিতে যুবকদের একটি দলকে মারধর করে।এই হামলাটি দম্পতির হাত থেকে ছিটকে পড়েছিল। আগ্রার কাছ থেকে দম্পতির পরে চিকিত্সার জন্য দিল্লির অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার একটি গুরুতর বলে, সুষমা স্ব রাজ টুইটারে বলেছিলেন এবং আশ্বস্ত করেছেন যে এই দম্পতিকে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সাহায্য প্রদান করা হবে।কুইন্টিন জেরেমি ক্লারক এবং মারি ড্রেক্সজ নামে পরিচিত এই দম্পতি 30 শে সেপ্টেম্বর ভারতের আসেন এবং শনিবার আগ্রা পৌঁছেছেন।তাজমহল ভ্রমণের পর, তারা রোববার ফতেহপুর সিক্রি পৌঁছেছেন তারা রেল স্টেশনের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল।যুবকরাও দম্পতির উপর ক্ষুব্ধ মন্তব্য করে এবং তাদের ফোনের ছবি তুলতে শুরু করে। 4 জন যুবক এক তারপর কুইন্টিন তার মাথায় বেশ কয়েকবার আঘাত। গ্রুপটি মারিয়া আক্রমণ করে, তারপর একটি এলার্ম উত্থাপিত হয় এবং এলাকার মানুষ তাদের সহায়তায় ছুটে আসে, যখন দুর্বৃত্তরা পালিয়ে যায় দম্পতি তখন চিকিত্সা জন্য একটি

ঐতিহাসিক চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর রোড ম্যাপ ...

Image
চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর রোড ম্যাপ : মানকুন্ডু স্টেশনে নেমে স্টেশন রোড ধরে সোজা জ্যোতির মোর পর্যন্ত আসুন, দেখুনঃ- #মানকুন্ডু_স্পোর্টিং_ক্লাব #নতুন_পাড়া #নিওগী_বাগান #বালক_সংঘ #সার্কাস_মাঠ #চারা_বাগান জ্যোতির মোর থেকে ডান দিকে ভদ্রেশ্বরের দিকে জি.টি. রোড ধরে যান, দেখুনঃ- #ছুঁতর_পাড়া #অরবিন্দ_সংঘ #বারাসাত_ব্যানার্জি_পাড়া #বারাসাত_চক্রবর্তী_পাড়া #বারাসাত_গেঁট চন্দননগরের শেষ, আবার জ্যোতির মোরের দিকে ফিরে আসুন, দেখে নিনঃ- #গোপাল_বাগ এইবার জ্যোতি সিনেমা হল থেকে #তেমাথা_শিব_মন্দির দেখে সোজা রাস্তা ধরে গন্দলপাড়া এর দিকে এগিয়ে যান, দেখুনঃ- #অম্বিকা_অ্যাথলেটিক্স #এ_সি_চ্যাটার্জি_লেন #মরান_রোড #মনসাতলা #সাতঘাট #কাছারিঘাট #নতুন_তেলি_ঘাট #চার_মন্দির_তলা #বেশোহাটা এইবার ডানদিকে স্ট্রান্ড রোড দিয়ে সোজা আসুন, দেখুনঃ- #দৈবক_পাড়া #নোনাটোলা #বড়বাজার তারপর রানিঘাট থেকে সোজা উদ্দিবাজার হয়ে লক্ষিগঞ্জ বাজারে চলে আসুন জি.টি. রোডে, দেখুনঃ- #আদি_মা (চাউল পট্টি) #মেজো_মা (কাপড় পট্টি) #সরিষা_পাড়া জি. টি. রোড ধরে সোজা চুঁচুড়ার দিকে এগিয়ে যান, দেখুনঃ- #বোড়ো_সার্বজনীন #বোড়ো_কালিতলা #চাঁপাতলা #বোড়ো_দ

রেলওয়েতে নতুন প্রযুক্তি মোদী সরকারের জানুন...

Image
নয়াদিল্লি: সুপ্রভাত যাত্রী সেবা নিশ্চিত করার জন্য ভারতীয় রেলওয়ে তার বর্তমান ওয়েবসাইটটি পুনর্বিন্যস্ত করতে নতুন অ্যান্ড্রয়েড-ভিত্তিক ভারতীয় রেল কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) মোবাইল অ্যাপ আনতে যাচ্ছে। অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন দ্রুত এবং সহজ টিকিট বুকিং নিশ্চিত করা হবে, রিপোর্টে বলেন। নতুন রেল ওয়েবসাইট সহজে লগ ইন এবং নেভিগেশনের মাধ্যমে ক্লাস্টার-ফ্রী হবে, টিকিট বিক্রির সময় গ্রাহকদের সময়সীমার বাইরে যাওয়ার সমস্যা দেখা হবে না। এখানে এমন কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যা রেলওয়ে মোবাইল অ্যাপ্লিকেশনে আনতে হবে - নিশ্চিত টিকিট প্রদর্শন। - যাত্রীদের জন্য যাত্রা আরও ভাল করার জন্য তারিখগুলি প্রদর্শন করা। - তথ্য বিশ্লেষণের উপর নির্ভর করার জন্য অ্যাপ্লিকেশন যাতে তত্কালের অপব্যবহারের সুবিধাগুলি পরীক্ষা করা যায়। - আসল সময় ভিত্তিতে ট্রেনের আগমন এবং প্রস্থান সংক্রান্ত বার্তাগুলি পাবেন। - যাত্রার বিলম্বের ক্ষেত্রেও সতর্কতা পাওয়া যাবে। - উপগ্রহের সাহায্যে সত্যিকারের তথ্য সংগ্রহের জন্য ইসরো থেকে সাহায্য গ্রহণের জন্য অ্যাপ্লিকেশন।

রুদ্ধ গাড়ুইকে গতি দিতে চাই আসানসোল পৌরনিগম

Image
আসানসোল: বৃষ্টি হলেই বন্যার ভ্রূকুটি গাড়ুই নদীতে।বর্ষা বা ভারী বৃষ্টি হলেই জবরদখল গাড়ুই আলোচনার কেন্দ্রে উঠে আসে।নদীর দুই পাড় এ নির্মাণের সঙ্গে শহরের আবর্জনা ফেলার জায়গায়ও হয়েউঠেছে গাড়ুই।দীর্ঘদিনের রুদ্ধ গতির গাড়ুই কে এবার মুক্তি দিতে চাই আসানসোল পুর-প্রশাসন।গাড়ুই সংস্কারে ১ কোটি ৯৫ লক্ষ টাকার পূর্ণাঙ্গ প্রজেক্ট রিপোর্ট(ডিপিআর) রাজ্য সেচদপ্তর কে পাঠালো আসানসোল পুরসভা।মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানান,গাড়ুইএর সৌন্দর্যকরণ, জঞ্জাল সাফাইয়ের মতো বিষয় ডিপিআর এ রাখা হয়েছে।সেচ দপ্তর সবুজ সংকেত দিলেই কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে পুরসভা এর নিজস্ব কর্মী দিয়ে জঞ্জাল সাফ করার কাজ শুরু হয়েছে। আসানসোল শহরের ৩৪ কিমি দূরত্ব জুড়ে রয়েছে গাড়ুই ও নুনিয়া নদী।নিয়ামতপুরে জাতীয় সড়ক পেরিয়ে পুরএলাকায় ঢুকেছে গাড়ুই।এরপর কাল্লার কাছে নুনিয়া নদীর সাথে মিশে রাণীগঞ্জ এর জামানিয়া হয়ে দামোদরে মিশেছে।নদীর দুই পাড়ে গজিয়ে উঠেছে অসংখ্য বাড়ি।মানুষের ব্যবহার করা যাবতীয় আবর্জনা নদীতে ফেলা হচ্ছে।ফলে সামান্য বৃষ্টিতেই নদীর জল উপচে শহরে ঢুকছে।জানা গেছে প্রথম পর্যায়ে কল্যাণপুর থেকে দমহানী পর্যন্ত ৪ কিমি এলাকা দ্রুত কাজ করার কথা ভাবছে পু

রাহুল গান্ধীকে করা জবাব দিলেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি,কেন এখুনি জেনে নিন।

Image
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মঙ্গলবার কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর মন্তব্যকে "অসঙ্গত" বলে অভিহিত করেছেন যে নারীরা শর্টস পরা অবস্থায় আরএসএসে দেখা যায় না, photo by google.com তিনি বলেন, "যদি রাহুলজী বিশ্বাস করেন যে ভারতে হাফপ্যান্ট পরাশক্তি ক্ষমতায়নের চিহ্ন, তবে নারী হিসেবে আমি এটির বিরোধিতা করতে চাই।"আজ, সাধারণ সহকর্মীদের স্ত্রী ও বৌদ্ধরা, জাতীয় সাভিিকা সঙ্ঘ বা বোনদের সাথে যুক্ত আমাদের বোনদের উপর একটি অশালীন মন্তব্য করা হয়েছে," তিনি বলেন।রাহুল গান্ধী আরএসএস ও বিজেপিকে আক্রমণ করার কয়েক ঘণ্টার মধ্যেই তার মন্তব্য এলো যে, তারা নারীদের গুরুত্ব দেয়নি এবং তাদের মধ্যে কতজন সংঘের শাখার সাথে দেখা হয়েছিল তা জানতে চেয়েছিল।   আরও পড়ুন-  মহাকাশে ভারত সরকারের নতুন পদক্ষেপ যা আপনার যানা উচিত।    তাদের সংস্থা আরএসএস। আরএসএস-এ কতজন মহিলা আছে? আপনি কি কখনও শর্টকাট পরিহিত শাখার কোন নারী দেখেছেন? "তিনি বলেন, বরুণদেবতার কণ্ঠস্বর খাকি শর্টসগুলি ছিল আরএসএস স্বেচ্ছাসেবীগুলির একটি ট্রেডমার্ক যা তারা এক বছর আগে পূর্ণ প্যান্টে পরিবর্তিত হওয়ার আগে, অতীতে তাদের ড্রিলের

মহাকাশে ভারত সরকারের নতুন পদক্ষেপ যা আপনার যানা উচিত।

Image
মহাকাশে ভারত সরকারের এই পদক্ষেপ পরবর্তী কালে দক্ষিণ এশীয় সহযোগিতার একটি দৃঢ় অনুপ্রেরণা লাভ করার দিন হিসেবে ইতিহাসে খোদাই করা - ওই দিন দক্ষিণ এশিয়ায় স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল, যেটা ভারত প্রতিশ্রুতি পূরণের দুই বছর আগে করেছে। photo by google.com দক্ষিণ এশিয়া উপগ্রহের সাথে, দক্ষিণ এশীয় দেশগুলিও স্পেসে তাদের সহযোগিতায় প্রসারিত করেছে! ইতিহাস সৃষ্টির সাক্ষীতে, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার নেতারা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ায় স্যাটেলাইটটি অর্জন করতে পারে এমন সম্ভাব্য চিত্র তুলে ধরেন।    আরও পড়ুন-   চীনের সেনারা হাত জোড় করে যা করলেন দেখলে অবাক হবেন । তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় উন্নততর শাসন, কার্যকর যোগাযোগ, উন্নততর ব্যাঙ্কিং এবং শিক্ষা নিশ্চিত করবে, যথাযথ আবহাওয়ার পূর্বাভাস এবং টেল-মেডিসিনের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এটিকে ভাল চিকিত্সা নিশ্চিত করবে।শ্রী মোদী উল্লেখ করেছেন, "যখন আমরা হা মেলাবো এবং পারস্পরিক জ্ঞান, প্রযুক্তি এবং প্রবৃদ্ধি শ

চীনের সেনারা হাত জোড় করে যা করলেন দেখলে অবাক হবেন

Image
ভারত-চীন সীমান্তে ভারত-চীন সীমান্তে নাথুলা এলাকা পরিদর্শন করে ভারতীয় সেনাবাহিনী ও ভারত-তিব্বত পুলিশ বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সেখানা যান। চীনের সৈন্যরা তার সোনার মিডিয়ার ছবি তোলার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী চীনের সৈন্যদের সাথে তার যোগাযোগের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে, মন্ত্রী সীমান্তে পিএলএ সৈন্যদের কাছে "নমস্কার" অর্থ ব্যাখ্যা করে দেখছেন।সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের সাথে, মন্ত্রী চীনা সৈন্যদের জিজ্ঞেস করেন, যদি তারা 'নমস্কার' অর্থ বুঝে এবং তারপর তা ব্যাখ্যা করে। চীনা সৈন্যরা তখন ব্যাখ্যা করে যে, তারা নাকি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছে। ভারতীয় সৈন্যদের মধ্যে কয়েকজন চীনা সৈন্যদের সাথে নরমলা সিথমরামের পারস্পরিক কণ্ঠে ক্লিক করে দেখা যায়।মন্ত্রী আগে চীনা সীমান্ত থেকে তার ছবি গ্রহণ করে যারা চীনা সৈন্য মধ্যে তার লাইট দেখাচ্ছে একটি পোস্ট ভাগ টুইটারে নিয়েছে। দেখুন ভিডিওটি -  Sharing another snippet from Smt @nsitharaman 's interaction with Chinese soldiers at the international border at Nathu-la, Sikkim "আম

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।

Image
ভারতে একটি নতুন বিশ্বব্যাপী অংশীদারিত্বের প্রধান,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী GST চালু করার পর সমস্ত রাজনৈতিক সংগঠন তার বিরুদ্ধে সমলোচনা করেন, কিন্তু তাদের সবার মুক বন্ধ করলেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর সভাপতি তিনি বলেন GST ভারতের অর্থনীতি বদলাবে এবং তার সাথে ভারতের GDP অনেক বারবে যার ফলে ভারতের অর্থনীতি খুব তারাতারি আরো বদলাবে,আর এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান । বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার কেবল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং ঝুঁকি অব্যাহত থাকার চেয়ে প্রবৃদ্ধি দুর্বল বলে আশা করা হচ্ছে, তবে ভারতে জাতিসংঘের মিশনের প্রথম সচিব আশীষ সিনহা বৃহস্পতিবার অর্থনৈতিক ও আর্থিক বিষয়গুলির সাথে জেনারেল অ্যাসেম্বলি কমিটির বৈঠক করেছেন।এই পরিস্থিতিতে পরিবহন, কৃষি, জ্বালানি, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিদেশী সরাসরি বিনিয়োগ সহ দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি পুনর্নবীকরণ বিশ্বব্যাপী অংশীদারিত্বের প্রয়োজন ছিল, তিনি বলেন। আরও পড়ুন  - গান্ধী জয়ন্তিতে স্বচ্ছ ভারত মিশনে মোদিজির কয়েকটি নতুন পদক্ষেপ জানলে গর্বিত হবেন &quo

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্ল্যান যা বদলাতে চলেছে দেশের অর্থনীতি।

Image
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ আবাসনে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে রিপোর্ট অনুযায়ী বিজেপি প্রধান আমিত শাহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং দলের অন্য শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত হচ্চে বলে সূত্র জানায়, মোদী অর্থনীতির অবস্থা আরো মজ্ভুত করার কথা বলেছেন বলে জানা গেছে , PHOTO BY GOOLE.COM বৈঠক শেষে সরকার বেশ কিছু ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে , দিওয়ালির আগে সরকারের অর্থনৈতিক নীতিমালার প্রতিবাদে প্রধানমন্ত্রী গতকাল ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি নতুন প্রয়োগযোগ্য পণ্য ও সেবা কর আইন পরিবর্তনের জন্য প্রস্তুত।রাহুল গান্ধীর সরকার তার বিক্ষোভের সিদ্ধান্ত এবং জিএসটি এর ত্রুটিপূর্ণ বাস্তবায়নের সমালোচনায় এ কথা বলেন।বৈঠকে এও গুরুত্ব রয়েছে যে বিজেপি প্রধান আমিত শাহ অপ্রত্যাশিতভাবে তার কেরল ইভেন্টটি কাটিয়ে ওঠেন এবং এই সভায় অংশগ্রহণের জন্য জাতীয় রাজধানীতে ফিরে যান।কেরালার মুখ্যমন্ত্রী পীররায়েই উইজিয়ানের স্বদেশে যাওয়ার জন্য নির্ধারিত ছিল আজকের মার্চ মাসে অংশ নেওয়ার জন্য আমিত শাহের ভূমিকা ছিল।তবে, কেরল সময়সূচী সামান্য কমাতে অমিত শাহের সিদ্ধান্ত বিজেপি এর উচ্চাভিলাষী জন রক্ষা যাত্রা

রেকর্ড ভাঙলো,মোদি আমলে ভারতের জিডিপি বাড়লো ,কত ও কিভাবে জানতে বিস্তারিত পড়ুন।

Image
নয়াদিল্লি: দেশের অর্থনৈতিবিদ মোদী সরকাররের সমালোচনা করেই চলেছেন তার মধেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বলেন যে কিছু লোক হতাশার মাত্রা এত পরিমাণে বারেছে তার ফলে তাদের অর্থনীতি অচল হই তার ইঙ্গিত দিলেন।    এপ্রিল-জুনে ভারতের জিডিপি 5.7 শতাংশে বেড়েছে - মোদী তিন বছরের মধ্যে সবচেয়ে কম কিন্তু 2017-14 সালের প্রথম দিকে ডোমেস্টিক প্রোডাক্ট থেকে (জিডিপি) পূর্ববর্তী একের 6.1 শতাংশ এবং গত অর্থবছরে 7.9 শতাংশের চেয়ে কম ছিল,এক চতুর্থাংশে অর্থনৈতিক হ্রাসের ফলে চাপ বেড়েছিল কিন্তু নরেন্দ্র মোদি ভারতের জাতীয় রাজস্ব বোর্ডের ইন্ডিয়ান ইনস্টিটিউটের সচিবের গোল্ডেন জুনিয়ম বছরের উদ্বোধনে কোম্পানির সচিবদের উদ্দেশে ভাষণকালে বলেন, এটি প্রথমবারের মতো যে কোনো প্রান্তে 5.7 শতাংশে উন্নীত হয়েছে।   আরও পড়ুন-   ভারতের চাপে রাষ্ট্রীয় স্তরে চীন কিভাবে অপমানিত হচ্ছে জানতে ক্লিক করুন তবে প্রধানমন্ত্রী বলেন, সমালোচক যে সব কথা বলেন তা ভুল নয়, তবে দেশকে নেতিবাচক পরিবেশ তৈরি থেকে বিরত থাকতে হবে।মোদী আরও বলেন যে 3 বছরের মধ্যে 7.5 শতাংশের গড় প্রবৃদ্ধি অর্জনের পর এপ্রিল-জুনের মধ্যে প্রবৃদ্ধির হার কমেছে কিন্তু

ভারতের চাপে রাষ্ট্রীয় স্তরে চীন কিভাবে অপমানিত হচ্ছে জানতে ক্লিক করুন

Image
নয়াদিল্লি: ভারতের চাপের ফলে রাষ্ট্রীয় স্তরে চীন এখুন সোজা পথে চলছে, তার প্রমান পাওয়া গেল চীনা মাগাজিন থেকেই, একটি চীনা বৈঠকে সোমবার এক চীনা প্রতিনিধি জানায় ,যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভাগ ভারতে মিলেছে তার পাসে চীন সম্পর্কে ভারতের যে মতভেদ চলেছে তাতেও ভারতকে বড় বড় রাষ্ট্র ভারতকে সমর্থন করছে,এর ফলে রাষ্টীয় স্তরে ভারত চীন এর তুলনায় অনেক ক্ষমতাবান, মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল টাইমস বলেছে, "ভারতবর্ষের উত্থান বা একটি কার্যকর টানাপড়াকর চিপ হিসাবে কাজ" নিয়ে আসতে পারে না।ভারতকে কয়েকটি অস্ত্রের পরিবর্তে নিজের উপর ভরসা করতে হবে, যুক্তরাষ্ট্র তার নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য এটি বিক্রি করার চেষ্টা করছে, এই নিবন্ধটি বলেছে, যুক্তরাষ্ট্রে ভারত-ভারত সম্পর্কের অগ্রগতি চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের সাথে সম্পর্কযুক্ত। আরও পড়ুন - কেরালায় অমিত শাহের গর্জন ,তিনি যা বললেন শুনলে চমকে যাবেন "এশিয়াতে নতুন দিল্লির অবস্থা ওয়াশিংটনের চীন কৌশল দ্বারা নির্ধারণ করা উচিত নয়," বলেছেন তিনি।ওয়াশিংটন-নিউ দিল্লি সম্পর্কের কারণে চীনকে বিবেচনায় নিয়ে ভারতকে একটি বিষয় বিবেচনায় না নিয়ে চীনকে বিবে

কেরালায় অমিত শাহের গর্জন ,তিনি যা বললেন শুনলে চমকে যাবেন

Image
কলকাতা : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সহসভাপতি অমিত শাহ মঙ্গলবার কেরালায় জনসংহতি যাত্রা শুরু করেন। সেখানে তিনি ক্ষমতাসীন সিপিএমের ওপর হামলা করেন এবং রাজ্যে রাজনৈতিক সহিংসতা সমর্থন করার জন্য এটিকে দায়ী করেন। photo by google.com "সিপিএমের শেষ রাজনৈতিক সহিংসতার অবসান ঘটবে", শাহ বলেন।"2001 সাল থেকে কেরলে বিজেপি ও আরএসএস কর্মীদের হত্যা করা হয়েছে।" এই হামলার জন্য দায়ী কে জানার জন্য সিপিএম-এম-নেতৃত্বাধীন এলডিএফ সরকারের কাছে একটি আগ্রাসী শাহ বলেন। "আমি কংগ্রেসের বিজেপি ও আরএসএস কর্মীদের হত্যা করে মুখ্যমন্ত্রী ভিওজেনকে জিজ্ঞাসা করছি। যদি তার উত্তর না থাকে, তবে আমি বলছি যে মুখ্যমন্ত্রী উইজিয়ন নিজেই হত্যাকাণ্ডের জন্য দায়ী"। তিনি আরও দৃঢ়ভাবে বলেন যে ভারতে ও বিশ্ব জুড়ে কমিউনিজম হ্রাস পেয়েছে। "যেখানেই সিপিএম শাসিত, সেটি কেরালা, পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা হোক, রাজনৈতিক সহিংসতা," তিনি বলেন।          আরও পড়ুন - গান্ধী জয়ন্তিতে স্বচ্ছ ভারত মিশনে মোদিজির কয়েকটি নতুন পদক্ষেপ জানলে গর্বিত হবেন রাজ্যে সহিংসতা শেষ করার জন্য তিনি বিজেপি কর্মীদের ডেকেছিলেন। "