যোগীর রাজ্যে হচ্ছে রং পরিবর্তন।

ডেস্ক: উত্তরপ্রদেশে সরকার পরিবর্তনের পর থেকেই গেরুয়া রঙের প্রভাব যেভাবে মানুষের উপর পড়েছে,তা সবাই জানে।এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এবং উনার মন্ত্রীমন্ডলকে গেরুয়া বস্ত্রে দেখা যেত।কিন্তু এবার থেকে যোগিজির অফিসও গেরুয়া রঙে রঞ্জিত হবে বলে জানা গিয়েছে।রঙের কাজকর্ম শুরু হয়েগেছে।লখনৌ এর লাল বাহাদুর ভবনে গেরুয়া রং করা শুরু হয়ে গিয়েছে।এই বিল্ডিংএর রং আগে ছিল সাদা বর্তমানে তা গেরুয়া রং করা হচ্ছে এবং বিল্ডিংএর দেওয়াল লাল রঙের করা হচ্ছে।কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকার বেশ কয়েকটি বাসেও গেরুয়া রং দিয়েছে।উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা মেজিস্ট্রেট এর অফিসএ গেরুয়া রং করা হয়েছে।মুখ্যমন্ত্রীর বসার চেয়ার এর উপর গেরুয়া বস্ত্র বিছানো থাকে।এমনকি জানা গিয়েছে উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের বিছানার চাদরও গেরুয়া রঙের করা হয়েছে।কিন্তু এরকম ভাবে নিজের দলের রঙের ব্যবহার এই প্রথম নয়,এর আগে আখিলেশের শাসনকালে সমস্ত কাজ সবুজ রঙে এবং মায়াবতীর শাসনকালে নীল রং এর ব্যবহার হয়েছে।

Comments

Popular posts from this blog

Big breaking news india

মমতার রাজে শিক্ষকদের কি অবস্তা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জানে না এখুনি দেখুন এই ভিডিও।

মহাকাশে ভারত সরকারের নতুন পদক্ষেপ যা আপনার যানা উচিত।