বিজেপি সংসদ করলেন এমন এক মন্তব্য ,যেজন্য মৌলবী রেগে একাকার..

ভারতবর্ষের জনসংখ্যা যে হারে বেড়ে চলেছে তা অবশ্যই চিন্তার বিষয় এবং ভবিষ্যত প্রজন্মের জন্য খুব বড় বিপদ।এই বিষয়ে বিজেপির এক সাংসদ রাঘব লক্ষণ পাল সংসদে এক প্রাইভেট মেম্বার বিল তৈরী করে আনেন যেখানে উনি বলেন দেশের জনসংখ্যা খুব দ্রুতগতিতে বেড়েচলেছে এবং তিনি উত্তরপ্রদেশের কিছু জেলার নাম করে বলেন যে ওই জেলাগুলিতে মুসলিম জনসংখ্যা খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে ।রাঘব লক্ষণ পাল বলেন এইভাবে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকলে হিন্দুরাই হিন্দুস্থানে সংখালখু হয়ে পড়বে।বিজেপি সাংসদের বক্তব্য জনসংখ্যার বিষয়ে সরকারের কঠোর নীতি জারি করা দরকার। দেশে জনসংখ্যা নীতি চালু করা হোক যেখানে বলা হবে কোনো দম্পতি ২ এর  থেকে বেশি সন্তান নিলে তাঁদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং ৩য় সন্তান কোনো রজনৈতিক কার্যকলাপ এ অংশগ্রহণ করতে পারবেন না।এই বিষয়ে ওই বিজেপি সাংসদের উপর সম্প্রদায়ইক রাজনীতির অভিযোগ আনলে উনি বলেন ,'এক বিশেষ সম্প্রদায় এইভাবে বৃদ্ধি পেলে তা দেশের জন্য ক্ষতিকারক,১৯৪৭ সালে এক বিশেষ সসমপ্রদায় অন্য রাষ্ট্র চেয়েছিল বলেই দেশের বিভাজন হয়েছিল এবং বর্তমানে কাশ্মীরে এক বিশেষ সম্প্রদায় বেড়ে যাওয়ার জন্য হিন্দু পন্ডিতদের নিজের বাড়ি ছাড়া হতে হয়েছে।' যদিও বিরোধীরা বলেছেন উনি সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন।এক ইসলামিক স্কলার আব্দুল রহমান এই বিষয়ে বলেন মুসলিম জনসংখ্যা সেভাবে বাড়েনি এবং সরকারের এরকম কোনো জনসংখ্যা নীতি তৈরী করা উচিত নয়।এখন দেখার এবিষয়ে সরকার কি পদক্ষেপ নেয়।

Comments

Popular posts from this blog

Big breaking news india

মমতার রাজে শিক্ষকদের কি অবস্তা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জানে না এখুনি দেখুন এই ভিডিও।

এই তীব্ৰ গরমে মোদী সরকার দেশের জওয়ানদের দিতে চলেছে এক বিশেষ সুবিধা।