পাকিস্তান নিউক্লিয়ার ধমকি দিলে, ভারতের আর্মি চিফ এমন জবাব দিলেন যে পাকিস্তান চুপ !

পাকিস্তান তাদের নিচ কার্যকলাপ থেকে বিরত থাকছে না। বর্তমানে পাকিস্তান বর্ডারে অনুপ্রবেশের চেষ্টা করছে,যদিও ভারতীয় সেনারা তাদের ভালো রকম জবাব দিচ্ছে।কাশ্মীর ঘাঁটিতে ভারতীয় সেনারা একের পর এক জঙ্গিকে জন্নতে পাঠিয়ে দিয়েছেন।এমত অবস্থায় পাকিস্তান ভয়ে বিভ্রান্ত হয়ে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। আর্মি প্রধান বিপিন রাওয়াত পাকিস্তানের এই বিশ্রী হুমকির জবাবে জানিয়েছেন,ভারত পাকিস্তানের নিউক্লিয়ার বিস্ফোরণের জবাব দিতে প্রস্তুত।আর্মি চিফ আরো বলেন,যদি সরকার আমাদের অনুমতি দেয় তাহলে আমরা সীমা পার করে এক্ষুনি যে কোনো রকমের অপারেশন করার জন্য প্রস্তুত।



এটা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে,ভারতীয় সেনা যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের সাথে লড়াই করার জন্য প্রস্তুত।আর্মি চীফের এই কোথায় পাকিস্তানের কথা বন্ধ করে দেয়।এক সংবাদ সংস্থার অনুসারে,সেনাপ্রধান রাওয়াত বলেন আমরা পাকিস্তানের প্রত্যেকটি মিথ্যার জবাব দেওয়ার জন্য প্রস্তুত।উনি আরো বলেন,পাকিস্তানের বিরুদ্ধে আমদের যেকোনো অপারেশন দেওয়া হয়েছে সবই আমরা কমপ্লিট করেছে।সেনা প্রধান বলেন, আমরা পাকিস্থানের নিউক্লিয় বিস্ফোরণের নামে মিথ্যাকে বিশ্বের সামনে আনতে চাই।সেনাপ্রধান জানান, ভারত ও আমেরিকা একসাথে পাকিস্তানের কার্যকলাপ নিয়ে বিবেচনা করছি।আমরা পাকিস্থানের সেইসব সেনাদের লক্ষ করছি যারা ভারতে জঙ্গি ঢোকাবার চেষ্টা করছে ।আমরা চাই জঙ্গিদের সাথে সাথে পাকিস্থানের আর্মিদেরও সেই ব্যাথা অনুভব হয়।


Source

Comments

Popular posts from this blog

Big breaking news india

মমতার রাজে শিক্ষকদের কি অবস্তা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জানে না এখুনি দেখুন এই ভিডিও।

এই তীব্ৰ গরমে মোদী সরকার দেশের জওয়ানদের দিতে চলেছে এক বিশেষ সুবিধা।