এবার ট্রেনের গতি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার..


সুপ্রভাত ডিজিটাল:  ট্রেনের গতি বাড়াতে ও খরচ বাঁচাতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। জনতার চাপের জন্য এতদিন বহু স্টেশনে ট্রেন থামিয়ে আসছিল ভারতীয় রেল। এর ফলে লাভ তো হতোনা লাভের জায়গায় লোকসনই বেশি ছিল। 


এবার ওইসব স্টেশন তুলে দেওয়ার সিধান্ত নিচ্ছে ভারতীয় রেল। এবং যে যে স্টেশনে ট্রেন দাড়াবে তারও সময় কম করে দেবে রেল। কেন এই কড়া কদম তার কারণ হচ্ছে রেল এর গতি,রেল এর গতি বাড়াতে গেলে এমন কিছু কড়া কদম নিতে হবে বলে জানায় রেল ও সরকার। এর ফলে ১২,৭১৬-২৪,৫০৬ টাকাবাঁচবে বলে মনে করা হচ্ছে সরকার। জনতার সুবিধার জন্য যে যে স্টেশনে ট্রেন দাড়াবে না সেখানের জন্য বিশের ট্রেন এর ব্যবস্তা নেবে রেল সুত্রের খবর।

Comments

Popular posts from this blog

Big breaking news india

মমতার রাজে শিক্ষকদের কি অবস্তা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জানে না এখুনি দেখুন এই ভিডিও।

এই তীব্ৰ গরমে মোদী সরকার দেশের জওয়ানদের দিতে চলেছে এক বিশেষ সুবিধা।