রামনবমীতে অস্ত্রমিছিল নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ..


সুপ্রভাত ডিজিটাল:   রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী রামনবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল চলবে না। বিশ্ব হিন্দু পরিষদ এর তরফ থেকে জানানো হয় ওই দিন বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত মিছিল ও শোভাযাত্রায় বিজেপি নেতা কর্মীরা তরোয়াল বা ত্রিশূলের মতো কোনও অস্ত্রই হাতে নেবেনা। 


এ কথা জানান বিশ্ব হিন্দু পরিষদ ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন সিনহা। তিনি বলেন কাউকে মিছিলে অস্ত্র নিয়ে আসতে হবে না, তবে অস্ত্রের রেপ্লিকা হাতে থাকবে ও শোভাযাত্রায় থাকবে ‘ওঁ’ লেখা গেরুয়া পতাকা এবং হিন্দু ধর্মের নানা প্রতীক।

 রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এর এবার কর্মসূচি শুরু হচ্ছে ১৮ মার্চ ও ২৫ মার্চ রামনবমী এবং তার পর হনুমান জয়ন্তী।বিশ্ব হিন্দু পরিষদ ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন সিনহা এও যানান আমাদের ও বিজেপির তরফ থেকে কোনো ভুল হবে না কিন্তু রাজ্য সরকার ও প্রশাসন দ্বারা যদি কিছু করা হয় তা ঠিক হবে না।

Comments

Popular posts from this blog

Big breaking news india

মমতার রাজে শিক্ষকদের কি অবস্তা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জানে না এখুনি দেখুন এই ভিডিও।

এই তীব্ৰ গরমে মোদী সরকার দেশের জওয়ানদের দিতে চলেছে এক বিশেষ সুবিধা।